মোঃ মনির হোসেন ঝালকাঠি :
ঝালকাঠির নলছিটিতে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শক ও নিরীক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ ফেব্রæয়ারি সকাল ১০টায় নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজর সভা কক্ষে শিক্ষক মিলন কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের সভা কক্ষে নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মোহম্মদ জলিলুর রহমান আকন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, নলছিটি উপজেলা আওয়ামলীগ সভাপতি ও নলছিটি পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আনোয়ার আজীম, নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল বাসার রানা, আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার প্রমুখ।
কর্মশালায় উপজেলার নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ, খাগড়া খানা মডেল হাইস্কুল, কয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, জুরাকাঠী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ডেবরা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, চর আমতলী দাখিল মাদ্রাসা, তালতলা বাহাদুরপুর দাখিল মাদ্রাসা, মগঢ় সালেহিয়া দাখিল মাদ্রাসা এবং দপদপিয়া ইউনিয়ন মডেল মহিলা কলেজ সহ ১০টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান সহ চারজন করে কর্মশালায় অংশ গ্রহণ করেন। আগামী ১৮ ফেব্রæয়ারি পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিদর্শন কার্যক্রম চলমান থাকবে বলে জানান শিক্ষা পরিদর্শক মোঃ আজিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন