ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

ভালোবাসার অনুভূতি প্রকাশের মাধ্যমে উদযাপন করেছেন দিনটি।
তবে এই দিনই বিক্ষোভ সমাবেশ করেছে জয়পুরহাট ‘প্রেমবঞ্চিত সংঘ’ নামের একটি সংগঠনের সদস্যরা।
১৪ই ফেব্রুয়ারি সোমবার বিকালে জয়পুরহাট সরকারি কলেজে এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় বিক্ষোভে অংশগ্রণকারীরা শ্লোগান দেন- তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত, কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না। মিছিলটি জয়পুরহাট সরকারি কলেজ চত্বরের সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রেম বঞ্চিত সংঘের জেলা শাখার সভাপতি হামিদুর রহমান স্মরণ বলেন, আমরা প্রেমের বিরোধী নই।
তবে ১৪ ফেব্রুয়ারি প্রেমের নামে যা চলে তার প্রতিবাদ করছি। ভালোবাসার নামে দেশে যে শ্লীলতাহানির ছড়াছড়ি, এটা আমরা চাই না। একজনের একটাই প্রেম থাকবে, একের অধিক আমরা মেনে নেবো না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, প্রেম বঞ্চিত সংঘের সহসভাপতি আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ামিন আলী, প্রচার সম্পাদক রনি হাসান, দপ্তর সম্পাদক রিফাতসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *