ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি পরিত্যাক্ত অস্ত্র (এয়ারগান) সহ ছয় রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার জামালগঞ্জ ইউনিয়নের মাতাপুর গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গেছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতি. পুলিশ সুপার মো. জাহিদ জানান, দুপুরে আক্কেলপুরের জামালপুর ইউনিয়নের মাতাপুর গ্রামের পঁাচমাথা মোড় এলাকার একটি আম বাগান থেকে পরিত্যাক্ত অস্ত্র (এয়ারগান) সহ ছয় রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতগুলো যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আক্কেলপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।