নাজমুল হুদা পারভেজঃ
গতকাল শনিবার কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা ঘাট থেকে রৌমারী পর্যন্ত ব্রহ্মপুত্র নদে সরাসরি ষ্টিমার চলাচলের সম্ভাব্যতা যাচাই করতে সরেজমিনে পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতি মন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি। এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের চেয়ারম্যানসহ একটি উচ্চ পর্যায়ের পরিদর্শন টিম।
সকালে তারা নৌপথে রৌমারী থেকে চিলমারী রমনা ঘাটে আসেন। আসার পথেই নৌ চ্যানেল পরিদর্শন সহ পানির নাব্যতা যাচাই করেন। রমনা ও জোড়গাছ ঘাট পরিদর্শন শেষে চিলমারী ডাক বাংলোয় স্থানীয় প্রশাসন সহ উপজেলা প্রশাসনের সাথে মত বিনিময় কালে প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ আহমেদ শামিম আল রাজি তাদের বক্তব্যে নদী শাসন, ড্রেজিং সহ ষ্টিমার চলাচলের সম্ভাব্যতা এবং সুফল বিষয় গুলি তুলে ধরেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ, প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।