ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা বিলের ঘাট এলাকা হইতে দেশীয় অস্ত্র উদ্ধারসহ তিনজন ডাকাতদলের সক্রিয় সদস্যকে গত (১৯ ফ্ররুয়ারি) রাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নতুনহাট সরদার পাড়া, শাহিদুল ইসলামের ছেলে মোঃ মাফিজুল ইসলাম পলিকাদোয়া গ্রামের শাজাহানের ছেলে মোঃ শাহীন ওরফে মিলন বাগুয়ান পাড়ার আব্দুর রহিমের ছেলে মোঃ কাওছার বর্তমান নতুনহাট সরদার পাড়া উভয় জয়পুরহাট জেলার বাসিন্দা
ডাকাতি প্রস্তুতিকালে ক্ষেতলাল থানাধীন তুলশীগঙ্গা বিলের ঘাটের ব্রিজের পুর্বপার্শ্বে পাকা রাস্তা হইতে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয়ও অস্ত্র উদ্ধার (এক)টি কাপড়ের তৈরী কালো ব্যাগ যাহার মধ্যে (এক)টি দেশী তৈরী ধারালো লোহার হাসুয়া, (এক) টি লোহার তৈরী ধারালো দা,(এক) টি লোহার তৈরী ধারালো ছ্যান, আসামীদের ব্যবহৃত (এক) টি সুজকি পুরাতন লাল রংয়ের AX-100সিসি মোটর সাইকেল, (এক)টি ৫০ কেজি চর্টের চালের খালি বস্তা, (এক) টি লাল পুরাতন গামছা। যাহা লম্বা৷
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় ডাকাতি প্রস্তুতির চেষ্টা ও অস্ত্র আইনে দুইটি পৃথক পৃথক মামলা রুজু করা হয়। বিষয়টি নিশ্চিতকরেন ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ নীরেন্দ্র নাথ মন্ডল৷