ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার ৬টি ইট ভাটা হতে ১৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় ও জয়পুরটাট জেলা প্রশাসনের সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর, ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত গত ২২শে ফেব্রুয়ারি বিকালে এই দন্ড প্রদান করেন। আদালত সূত্রে জানা গেছে লাইসেন্স বিহীন অবৈধভাবে এই সব ভাটার কার্যক্রম চলছিল।
দন্ডপ্রাপ্ত ইটভাটাগুলোর মধ্যে জয়পুরহাট সদরের দাদরা, জান্তিগ্রামের জামান ব্রিকস’র ৪ লাখ, কেএসবি ও এসএবি’র ৩ লাখ টাকা করে এবং কাশিয়াবাড়ি বেলামলা এলাকার বিএমবি, এবি ব্রিকস ও এএস ব্রিকসের আড়াই লাখ টাকা করে মোট ১৭ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে দাদরা এলাকার তিনটি ইট ভাটারই চুল্লি ফায়ার সার্ভিসের সহয়তায় বন্ধ করে দেয়া হয়েছে। বিভাগীয় পরিবশে অধিদপ্তর সূত্রে এ তথ্য পাওয়া গেছে।