স্টাফ রিপোর্টার
পুলিশ সুপার কুড়িগ্রাম জনাব সৈয়দা জান্নাত আরা মহোদয়ের নির্দেশে ফুলবাড়ী থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার ও ০৪ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ০১ ;
জেলা পুলিশ কুড়িগ্রামের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার কুড়িগ্রামের দিক নির্দেশনায় ফুলবাড়ী থানা কতৃক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী মোঃ নাজিনুর রহমান নাজু, পিং–মৃত হাকিম মন্ডল, গ্রাম- অনন্তপুর মন্ডলপাড়া(কাশিপুর ইউ,পি ওয়ার্ড নং-০১), থানা- ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম এর বসতবাড়ির তল্লাশী করে শয়নঘর থেকে ০৪(চার) প্যাকেট মোট ২৫(পঁচিশ) কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাড়ির মালিক মাদক ব্যবসায়ী নাজিনুর নাজু ও তার স্ত্রী শেফালী বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। উক্ত বিষয়ে ফুলবাড়ী থানায় পলাতক আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়।
এবং ফুলবাড়ী থানার অপর এক অভিযানে কাশিপুর ইউ,পি এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ আফছার আলী, পিং–মৃত নুর মোহাম্মাদ, গ্রাম- উত্তর কাশিপুর কাজী মোড়, থানা- ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রামকে গ্রেফতার করে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।