ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জয়পুরহাটে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় জয়পুরহাট শিল্পকলা একাডেমীর হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান।
জেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাচ ও গান পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *