ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি:
দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাটে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দৈনিক দেশ রূপান্তরের জয়পুরহাট জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজার সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি এস. এম সোলায়মান আলী, জেলা আ’লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পরহাট প্রেসক্লাবের কোষাধাক্ষ মাসরেকুল আলম, জয়পুরহাট টেলিভিশন রির্পোটার ইউনিটারর্স ইউনিটির সভাপতি আব্দুল আলীম, জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান, সেলিম রেজা, জয়পুরহাট সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি সোহেল আহমেদ লিও।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলার সিনিয়র ও সাংবাদিক শাহবুদ্দীন আহমেদ, আবু বক্কর সিদ্দিক, আব্দুল মোমেন মনি, মতলুব হোসেন, এস এম শফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আতাউর রহমান, আহসান হাবীব আরমান, মিনহাজুর রহমান ছোটন, আব্দুল কাদের সুজন, আল-মামুন, সুলতান মাহমুদ, আবু রায়হান, মিলন রায়হান, নিয়াজ মোর্শেদ নোমান,ফারহানা আক্তার, জনি সরকার, মোফাজ্জল হোসেন মায়া, কাজী তানভিরুল ইসলাম রিগান, মো. রাশেদুজ্জামান, ইন্দোবাংলা২৪.কমের সম্পাদক মাহফুজ রহমান, রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট বন্ধু সভার মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেটনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজন।
আলোচনা সভায় অতিথিরা বলেন, বর্তমান সময়ে মিডিয়ার প্রতিযোগিতা ও অনলাইনের যুগে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দ্রুত সময়ে পাঠকের মনে স্থান করে নিয়েছে দৈনিক দেশ রূপান্তর। আগামী দিনে পত্রিকারটির সাফল্য ধরে রাখার আহবান জানান তারা।