ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় উড়না পেচিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। মৃত ওই গৃহবধুর নাম খাদিজা আক্তার মীম (১৯)। সে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামের মিয়ার উদ্দিনের মেয়ে।
জানাগেছে, শুক্রবার (১১ মার্চ) সকালে মীম তার স্বামীর সাথে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে। বিকেলে তার স্বামী চলে গেলে রাতে দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্বাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় বছর খানেক আগে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের আব্দুস সাত্তার এর পুত্র আব্দল্লাহর সাথে মীমের বিয়ে হয়। শুক্রবার সকালে মীমের স্বামী তার বাবার বাড়িতে রেখে যান। রাতে মীম তার নিজ বাড়িতেই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি।
ভুরুঙ্গামারী থানার (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।