ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। আজ ২৫ আগষ্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহরের শ্রী শ্রী নতুন কালীবাড়ি প্রাঙ্গনে শোভাযাত্রার উদ্বোধনের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচি শুর” হয়। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত শোভা যাত্রা উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। এসময় উপস্থিত ছিলেন জেলা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মিহির কান্ত দেব মিন্টু, এড. ভূষনজিৎ চৌধুরী মিলন, দীপ্তেন্দু দাশগুপ্ত কাজল। পরে সেখান থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে। শোভাযাত্রায় শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সহ সনাতনধর্মী বিভিন্ন সংগঠনের ভক্তবৃন্দরা অংশ গ্রহন করেন। এছাড়া লোকনাথ মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা ,ধর্মীয় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করেছে মৌলভীবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদ।