মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার নলসিটি উপজেলায় বুড়ির হাট এলাকায় মঙ্গলবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা থেকে আসা সাতক্ষীরা গামী চাকলাদার পরিবহন ও গ্রামীণ পরিবহনে জেলা নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইম ইমরান ও মিলন চাকমা এবং জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ এদের যৌথ অভিযানে প্রায় চার মন জাটকা ইলিশ জব্দ করেন ও চার জন কে আটক করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
সাইম এমরান ও মিলন চাকমা।
আটককৃতরা সবাই পরিবহন শ্রমিক।
আটককৃতরা হলেন , বরগুনা তালতলী এলাকার উত্তর টিয়াখালী গ্রামের মৃত তারা গাজীর ছেলে মোঃ মনির গাজী( ৪০), লৌহজং এর কাজির পাগলা এলাকার আকরাম আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫),
বরগুনা তালতলী এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে জাহিদ (৩০) , যশোর এলাকার মোঃ আতিয়ার খান এর ছেলে এনামুল হক মানিক (৪৫)।
আটককৃত পরিবহনের চার শ্রমিককে জাটকা ইলিশ পরিবহন এর দায় দশ টাকা অর্থদণ্ড অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমান আদালতে মোঃ মনির গাজী তিন হাজার,জাহাঙ্গীর হোসেন একহাজার পাচশত, জাহিদ একহাজার পাচশত এবং এনামুল হক মানিক চার হাজার টাকা নগদ অর্থ বুঝিয়ে দিয়ে আদালত থেকে মুক্তি পান। রাতে আটককৃত জাটকা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।