মোঃ মনির হোসেন ঝালকাঠি : ঝালকাঠি সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বৃহস্পতিবার রাতে তিন জনকে আটক করেছে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংএছেন।
আটককৃতরা হলো রামনগর বাকেরগঞ্জ এলাকার রুপ গাজীর ছেলে সহিদ (৪০), বরিশাল দুর্গাপুর এলাকার হারুন হাওলাদারের ছেলে সাইদুল হাওলাদার( ৩০), ও বাকেরগঞ্জ রামনগর এলাকার চান মিয়ার ছেলে শাহিন (৩৭) ।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন হোসেন বলেন, ঝালকাঠি সদর উপজেলার কলেজ খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে বালকহেড দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলা পুলিশের একটি টিম নিয়ে
মোবাইল কোর্ট পরিচালনাকালে কলেজ খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে বালু বোজাই একটি বাল্কহেড ও তিনজনকে আটক করে।
অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণ বালুমহল ও মাটি ২০১০ এ ধারার অপরাধ এবং একই আইনের ১৫ (১) ধারায় দণ্ডনীয় অপরাধ।
আটককৃত আসামিরা ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় আসামীকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৭(২) ধারার বিধানমতে দোষী সাব্যস্ত করে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ এর ও ণ ধারায় লঙ্ঘনের অপরাধে আইনের ১৫ (১) ধারায় আটককৃত তিন আসামিকে এক মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তিনি আরো বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কোনো ছাড় নয় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত মামু ভাগ্নে স্মৃতি নামক বালু বোঝাই বালকহেড পুলিশ হেফাজতে রয়েছে।