জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার জয়পুরহাট ডিবি পুলিশ কর্তৃক ২৪/০৩/২০২২ তারিখ জয়পুরহাট পৌরসভার হাতিল গাড়িয়াকান্ত এলাকা হতে দুইটি দেশীয় অস্ত্র ও হেরোইন উদ্ধারসহ একজন তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা মহোদয়ের দিক নির্দেশনায় জয়পুরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জনাব শাহেদ আল মামুন এর তত্ত্বাবধানে জয়পুরহাট জেলার সদর থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে এসআই (নিরস্ত্র) মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় এএসআই (নিরস্ত্র) মাহমুদ সিদ্দিকী ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়পুরহাট পৌরসভার হাতিল গাড়িয়াকান্ত ক্যাডেট কলেজ এর ১নং গেট হতে অনুমান ৩০০গজ উত্তরে পুকুর পাহারা দেওয়ার ঘর হতে ১। কাঠের বাটযুক্ত ০১টি ধারালো তলোয়ার, ২। ০১ টি ধারালো বার্মিজ চাকু ও ৩। ৩০ গ্রাম হেরোইন সহ আসামী ১। মোঃ এস এম ইসমাইল হোসেন @ ডাবলু (৩৫), পিতাঃ মোঃ আবুল কাশেম সরকার, স্থায়ী সাং-ধুরইল, থানাঃ ধামুইরহাট, জেলাঃ নওগাঁ, বর্তমান সাং-নতুনহাট, থানা ও জেলাঃ জয়পুরহাটকে গ্রেফতার করেন । আসামী মোঃ এস এম ইসমাইল হোসেন @ ডাবলু (৩৫) এর বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদকসহ পূর্বের ২০টি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। আসামী দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও ছিনতাই করে আসছিলেন। উক্ত ঘটনায় জয়পুরহাট থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।