ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে চায়না রানী (৭০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। শনিবার সকালে শহরের সবুজ নগর এলাকায় ভাড়া বাসায় এ ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর জাহান।
ওই বৃদ্ধা জেলা শহরের সবুজ নগর মহল্লার তারা পদের স্ত্রী বলে জানা গেছে।
ওসি আলমগীর জাহান জানান, চায়না রানী নামে এক বৃদ্ধা তিনতলা ভবনে ভাড়া থাকতো। ধারণা করা হচ্ছে কোন একসময়ে ওই বৃদ্ধা কাপড় শুকাতে ছাদে উঠেছিলেন, পা পিছলে পাশে দ্বিতীয় তলা ভবনের ছাদে পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। সকালে স্থানীয় প্রতিবেশীরা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত করে সন্ধ্যায় ওই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।