নাগেশ্বরী প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল স্নাতক মাদরাসায় তিনদিন ব্যাপি জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে। ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র্যালী,আলোচনা সভা, দোয়া, ক্রীড়া, আবৃতি ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ দিবসটি উদ্যাপিত হয়েছে।
আলোচনা সভায় মহান স্বাধীনতার স্থপতি ব ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের বাংলা প্রভাষক মেহ্বে আলী,শারীরিক শিক্ষক নুর জামান মিয়া,আইসিটি শিক্ষক মসলেম উদ্দিন,আব্দুস সাফি আব্দুল জলিল প্রমুখ।
তৃতীয় দিনের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি শাহ আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জায়েদুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, অত্র প্রতিষ্ঠানের দশম শেণির ছাত্রী মাছুমা পারভীন মোনালিছা ও তাহিরা জান্নাত তুবা। সার্বিক সহযোগীতায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীবৃন্দ।