ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে কলেজ ক্যাম্পাসে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় কলেজের তিন জন প্রাক্তন ছাত্র বিসিএস কর্মকর্তাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করে কলেজ কর্তৃপক্ষ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সোনাহাট ডিগ্রি কলেজের সভাপতি নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, প্রতিষ্ঠা অধ্যক্ষ বাবুল আকতার, প্রাক্তন ছাত্র দুলাল মিয়া (বিসিএস শিক্ষা), সোনাহাট ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান শাহজাহান প্রমুখ বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠানে কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম, বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটনসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন