ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রনোদনা ও পূনর্বাসন কর্মসূচি ২০২১-২২ এর আওতায় কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৬ এপ্রিল ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আউস প্রনোদনা হিসেবে প্রতিটি কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ৫০০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী,ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিনসহ কৃষি কর্মকর্তা ও উপসহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।