ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে সরকারীভাবে গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার জয়মনিরহাট খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নাজমুল হক, আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, ও জয়মনিরহাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনার রশীদ কৃষক আজিমুদ্দিন প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা সরবরাহকারী কৃষকদের উদ্দেশ্যে বলেন, গমের গুনগতমান বজায় রেখে গুদামে গম সরবরাহ করতে হবে। যাতে করে এর সংরক্ষণমান অক্ষুন্ন থাকে। তিনি আরও জানান, এ বছরে উপজেলায় উৎপাদিত গমের প্রতিকেজি ২৮ টাকা দরে ৮৩৪ মেট্রিক টন ক্রয় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *