ময়মনসিংহ অফিসঃ
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে গতকাল ২০-০৪-২০২২ বিকাল ৩.০০ ঘটিকায় বিভাগীয় নগরী ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র নতুন বাজারে এক জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমটি পরিচালিত হয়।
কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ ( ক্যাব), ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র ঘোষ এর সঞ্চালনায় জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নিশাত মেহের,কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব), ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম রহমান ফিলিপ, ক্যাব সহ-সভাপতি এড.আব্দুল মোতালেব লাল,ময়মনসিংহের সদরের স্যানিটেরী ইন্সপেক্টর নূরুজ্জামান মাসুম,এগ্রো ফুডের কর্ণধার শামসুল আলম, জেলা হোটেল-রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শরিফ উদ্দিন, নারী উদ্যোক্তা সাবিহা আজাদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর রোকেয়া হোসেন, দেশসেরা আইসিটি কনটেন্ট ডেভলেপার মাহমুদা হোসেন মলি, মাসিক জনপ্রশাসন পত্রিকার বিভাগীয় সম্পাদক রবিন বরকতুল্লাহ, ক্যাব সদস্য সাংবাদিক এম. হোসাইন বিনয়, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ এর সদস্য মাহবুবুর রহমান প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রমে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ময়মনসিংহ জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,নতুন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, মেছুয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ,ক্যাবের নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট-ইলেকট্রনিক-অনলাইন মিডিয়ার কর্মীবৃন্দ সহ বিভিন্ন স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমান সবিস্তারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম তুলে ধরেন এবং ব্যবসায়ী ও ভোক্তা সচেতনতার আইনী বিষয়গুলো তুলে ধরেন। তিনি ক্যাবকে ধন্যবাদ জানিয়ে ভোক্তাদেরকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, নিরাপদ খাদ্য জনগণের অধিকার এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সেটি বাস্তবায়ন করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। নিরাপদ খাদ্যের কোন ব্যত্যয় পরিলক্ষিত ঘটলে আপনারা জাতীয় হটলাইন ৩৩৩ -এ ফোন কল করবেন।
উল্লেখ্য জনসচেতনতামূলক প্রচারণার সার্বিক সহযোগিতায় ছিলেন কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব), ময়মনসিংহ জেলা শাখা।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রচার কার্যক্রমে পথচারীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সাধারণ জনগণ এবং ব্যবসায়ী মহল এই প্রচারণামূলক ইতিবাচক কার্যক্রমকে সাধুবাদ জানান এবং এটি অব্যাহত রাখার পরামর্শ দেন।