-মোঃ জাবেদুল ইসলাম
আপন আপন করে মানুষ,
সে মানুষ তো আপন নয়।
নিজ স্বার্থে আপন মানুষটি,
পরমানুষ হয়ে যায়।
আপন মানুষ হিংসা বিদ্দেশে
জ্বলে পুড়ে ছারখার
রক্তের বন্ধন ছিন্ন করে,
ঘুরে ফিরে হয় হা-হাকার।
আপন আপন করে মানুষ,
সে মানুষ তো আপন নয়।
নিজ স্বার্থ বিলিয়ে দিয়ে,
পরমানুটি’ই আপন হয়।
আপন আপন করে মানুষ,
সে মানুষ তো আপন নয়।
আপন মানুষকে বাসলে ভালো,
পরমানুষ হয় সে তখন।
আপন আপন করে মানূষ
আপন মানূষ সে তো নয়।
স্বার্থ হাসিলে আপন মানুষ,
শত্রুর সাথে ভাব জমায়।
আপন আপন করে মানুষ,
সে মানুষত আপন নয়,
স্নেহ মমতায় ভালোবাসায়,
পরমানুষেই আপন হয়।