এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে।

২৫ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, প্রয়াত উপজেলা চেয়ারম্যান আবু হাতেম এর মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া খানসামা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৭ মে, মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে ও প্রতীক বরাদ্দ ২৭ মে ও ভোট গ্রহণ ১৫ জুন।

জানা যায়, এই উপ-নির্বাচনে ব্যালটের মাধ্যমে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে।

এই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীরা। তারা ইফতার মাহফিল, পথসভা, গণসংযোগ ও সামাজিক অনুষ্ঠানে উপস্থিতির মাধ্যমে তাদের প্রার্থিতার ঘোষণা দিচ্ছে এবং জোরেশোরে প্রচারণা চলমান রেখেছে।

উপজেলা নির্বাচন অফিসার জিকরুল হক বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণে আমরা প্রস্তুত। এই ভোট বির্তকমুক্ত ও উৎসবমুখর করতে প্রার্থী, ভোটার ও সকল শ্রেণী-পেশার মানুষের আন্তরিকতা অত্যন্ত জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন