কুড়িগ্রাম প্রতিনিধি
বুধবার(২৭ এপ্রিল) কুড়িগ্রামের উলিপুর গুন্জন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উলিপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উলিপুর উপজেলা কৃষকদলের আহবায়ক প্রভাষক আঃ রহমান সরদার রাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ এবং পৌর কৃষকদলের আহবায়ক মাহফুজ সরদার ছানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা ও ধরনীবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলু, বিশেষ অতিথি বিএনপি উলিপুর উপজেলার সাবেক নেতা মোহাম্মদ আলী এবং আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকদল কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক সহঃ অধ্যাপক রফিকুল ইসলাম ও যুগ্ম আহবায়ক রাশেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল উলিপুর উপজেলা শাখার সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাঃসম্পাদক ও বিএনপি উলিপুর উপজেলা শাখার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবু জাফর সোহেল রানা। আরও বক্তব্য রাখেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সাবেক জিএস ছাত্রদলের সাবেক নেতা ফিরোজ কবীর কাজল, ছাত্রদল উলিপুর উপজেলা শাখার সাবেক সাঃসম্পাদক ও উপজেলা কৃষকদলের সদস্য হামিদুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি মঈন আহমেদ, সাবেক সাঃসম্পাদক নাজমুল হোসেন, বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন,সাবেক বিএনপি নেতা আমিনুল ইসলাম লেবু, জেলা কৃষকদলের সদস্য মমিনুল ইসলাম, কৃষকদল উলিপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য আতিকুর রহমান নয়ন, আঃ রাজ্জাক প্রমুখ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ, এস এম সবুজ, যুবদল উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও কৃষকদলের নেতাকর্মী গন। ইফতার মাহফিলে স্থানীয় গনমাধ্যমকর্মী গন উপস্থিত ছিলেন।