ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার তুলে দিলে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। শনিবার দুপুর ১টার দিকে পুলিশ লাইনস্ ড্রিলশেডে এসব বিতরণ করা হয়। সেসময় জেলার তিনশত বাহান্ন জন গ্রাম পুলিশদের পাঞ্জাবী, লুঙ্গী, শাড়ী ও কোভিড-১৯ মোকাবেলায় মাস্ক দেওয়া হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফারজানা হোসেন, , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোসফেকুর রহমানসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জগণ সহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ।