ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি-
জয়পুরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমজাত উদ্দিন মন্ডলের নিজেস্ব অর্থায়নে জেলার বিএনপির প্রয়াত নেতাদের জন্য দোয়া ও তাদের পরিবারের নিকট সম্মাননা ক্রেষ্ট, ঈদ উপহার সামগ্রী ও ১ হাজার হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ দেওয়া হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে এসব দেওয়া হয় ।
এ সময় বক্তব্য রাখেন, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আনোয়ারুল হক আনু, জেলা বিএনপির যুগ্ম আহবাহক আব্দুল ওহাব, শহর বিএনপির আহবায়ক মতিয়ার রহমান, জেলা যুবদলের আহবায়ক এটিএম শাহনেয়াজ কবির শুভ্র, সাবেক পৌর কাউন্সিলর নুরজাহান হ্যাপি, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
বিএনপির প্রয়াত নেতা কমর্ীদের পরিবারের সদস্যরা সন্মাননা ক্রেষ্ট ও ঈদের উপহার সামগ্রী পেয়ে বলেন, দলের সু- সময়ের কেউ খেঁাজ নেয়নি এখন দুঃসময়ে তাদের জন্য দোয়া ও সন্মাননা পেয়ে এমন মহৎ উদ্যেগে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *