জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
“ছাড়িয়েছে গিয়েছে জড়িয়ে থাকি স্মৃতির বাঁধন অটুট রাখি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে কাশিপুর ইউনিয়নের স্বনামধন্য কাশিপুর উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ এসএসসি ব্যাচের ছাত্র ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদের দ্বিতীয় দিন কাশিপুর উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ এসএসসি ব্যাচের আয়োজনে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে দুপুরে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী ২৭ বছর পর বন্ধু-বান্ধবদের পেয়ে একে অপরের খোঁজখবর নেন ও অনুভূতি প্রকাশ করেন। এ সময় বন্ধু-বান্ধবের সাথে স্মৃতিকে ধরে রাখতে অনেকেই ফটোসেশন করেন। পরে দুপুর আড়াইটায় প্রীতিভোজের পর রেফেল ড্র অনুষ্ঠিত হয়। রেফেল ড্র তে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে আনন্দ বিনোদনের মাধ্যমে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ঈদ পুনর্মিলনী তে আসা অনেকেই অনুভূতি প্রকাশ করে বলেন, একে অপরের দেখা পেলাম তাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো।