আব্দুল সাত্তার চট্টগ্রাম প্রতিনিধিঃ
গত ১০/০৫/২২ ইং আনুমানিক রাত ২০.০০ ঘটিকায় বাদামতলী মোড়ে ডিউটি চলাকালীন সময়ে ছিনতাইকারী কর্তৃক বাস থেকে মোবাইল ছিনতাই করার সময় দৃষ্টিগোচর হয় সার্জেন্ট ইব্রাহীম খলিলের। তৎক্ষণাৎ তিনি সাহসিকতার সাথে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দৌঁড়ে মোবাইল ছিনতাইকারীকে ছিনতাইকৃত মোবাইলসহ হাতে নাতে আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে তিনি আটককৃত ছিনতাইকারীকে ডবলমুরিং থানায় সোপর্দ করেন এবং উদ্ধারকৃত মোবাইল মোবাইলের মালিককে বুঝিয়ে দেন।
বিষয়টি সম্পর্কে অবহিত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম সার্জেন্ট ইব্রাহীম খলিলকে দায়িত্বশীল ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য পুরস্কৃত করেন এবং পরবর্তীতে আরো ভালো কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন।