নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১১তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২.৩০ঘটিকায় নাগেশ্বরী মহিলা কলেজের হল রুমে হবচন্দ্র বর্মন ফন্টু চেয়ারম্যান নাগেশ্বরী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার বিধু ভুষন রায়। এ সময় বক্তব্য রাখেন, নাগেশ্বরী মহিলা ডিগ্রি মহাবিদ্যালয় অধ্যক্ষ নাসিমুক ইসলাম মন্ডল, ফুলবাড়ি শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন এর চেয়ারম্যান আমিনুল ইসলাম, সভাপতি কুড়িগ্রাম ক্লাস্টার প্রতিনিধি পরিষদ সাইফুল বারী খান,ভুরুঙ্গামারী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বোরহান আলী ও শাহাজুল হক,সহকারী জেলা ব্যবস্থাপক কুড়িগ্রাম লালমনিরহাট।
অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড কালব। সার্বিক ব্যবস্থাপনা ছিলেন গোলাম কিবরিয়া, সেক্রেটারি নাগেশ্বরী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হর চন্দ্র বর্মন ফন্টু, চেয়ারম্যান নাগেশ্বরী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেড।
এ সময় অনুষ্ঠানে সেরা সদস্য ও সদস্যদের ১৪ জন মেধাবী সন্তানদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন