মৃধা বেলাল,বিশেষ প্রতিনিধি।
মাদক একটি মারাত্মক ব্যাধি। এই ব্যাধিতে আক্রান্ত হচ্ছে কিশোর, যুবক, বৃদ্ধসহ সকল বয়সের মানুষ। তরুন সমাজে মাদক সেবনের হার এভাবে চলতে থাকলে দেশের পরিস্থিতি ধীরে ধীরে হুমকির মুখে পরে যাবে। যদিও মাদক নির্মুল করতে সরকার বিভিন্ন কঠোরতম ব্যবস্থা গ্রহণ করেছেন।
এদিকে মাদক নির্মুল করতে সরকারের একান্ত সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন বাংলাদেশ পুলিশ। যখন যেখানে মাদক সেবনের খবর আসে, তখনই সেখানে হাজির হন ঠিক যমদূতের মত। তবে সবসময় সব পরিস্থিতিতে তারা কঠোর হন না। সেবনকারীর বয়স অনুযায়ী তাকে বিভিন্ন ভাবে মাদক সেবনের অপকারিতা সম্পর্কে বুঝানোর চেষ্টা করেন।
এমনই একজন চৌকস পুলিশ অফিসার মোঃ আশিকুর রহমান। তিনি কুড়িগ্রামের ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)। যিনি বর্তমানে কুড়িগ্রামের একজন সৎ সাহসী পুলিশ অফিসার হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন।
মাদক নির্মুলে তার ভূমিকা অপরিসীম। দিন নেই রাত নেই, যখন যেখানে মাদক সেবনের খবর পান, তড়িঘড়ি করে তখনই সেখানে গিয়ে উপস্থিত হন। মাদকাসক্তদের জন্য যেন একচুলও ছাড় নয়।
এদিকে গতকালও মদসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম গোয়েন্দা বিভাগ, ডিবি পুলিশের একটি বিশেষ দল। গোপন সংবাদের ওপর নির্ভর করে কুড়িগ্রাম সদর থানাধীন গড়েয়ার পাড় নামক স্থানে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময়ে দুজন মাদক বিক্রেতার দেখা মিলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা চালায়। কিন্তু ডিবি পুলিশের চৌকস সদস্যরা তাদের একজনকে আটক করতে সক্ষম হলেও অপরজন পালিয়ে যায়। আটককৃত মাদক বিক্রেতার কাছ থেকে দুটি প্লাস্টিকের বস্তা হতে প্রায় ৮০ বোতল মদ উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ওপর ভিত্তি করে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৮০ বোতল মদসহ একজনকে আটক করতে সক্ষম হই, তবে সাথে থাকা আরেকজন মাদক বিক্রেতা পালিয়ে যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অসি আশিকুর রহমান আরো জানান কুড়িগ্রাম জেলাকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনা অনুযায়ী আমাদের এই মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।