জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখা। বৃহস্পতিবার ২৬ মে সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অংশ গ্রহনে একটি প্রতিবাদ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার জিরো পয়েন্টে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বক্তব্য রাখেন।