কবি- মোঃ জাবেদুল ইসলাম
বিদ্রোহী কবি তুমি নজরুল
ঝাকরা মাথার চুল।
ক্ষুধায় তোমার পেট জ্বলেছে,
দাউ দাউ করে আগুন।
তুমি যখন অল্প বয়সী,
বাবা মরল তোমার তখন।
সংসারের হাল ধরার মত
রইল না আর কেউ এখন।
শত দুঃখে নজরুল তুমি,
হওনি’কো বিচলিত।
রুটির দোকানে কাজ নিলে তুমি,
মাইনে ছিলো সামান্য।
ময়দা ছানা রুটি বানা,
ছিল তোমার কাজ,
মজার মজার পুথি পড়,
যখন হয়ে যায় রাত।
গল্প লিখ, কবিতা লিখ,
তুমি নজরুল লিখ উপন্যাস।
তোমার লেখায় গোটা দুনিয়া,
হয়ে যায় হতবাক।
অন্যায়ের বিরুদ্ধে লিখলে তুমি,
কত কবিতা গান।
কবিতা আর গানে কবি নজরুল,
হয়ে গেলে মহিয়ান।
কারা বরণ করেছিলে নজরুল,
সেখানেও লিখলে গান।
গানের মাঝে রাখলে নজরুল তুমি,
এই দেশেরই মান।
নজরুল ছিলে প্রেমের কবি,
প্রেমিক তোমার মন।
প্রেম, ভালোবাসা দিয়ে গল্প, কবিতা
লিখে যাও সারাক্ষণ।
তুমি মোদের জাতীয় কবি,
বিদ্রোহী কবি নজরুল।