অবতার মহাগুরু
হাজার বছরের সভ্যতা পেরিয়ে জন্ম জন্মান্তরে
এসেছি সেই আদি সভ্যতা ভারতীয় এক কুটিরে।
চারিদিকে আজ সভ্যতার লড়াই নেই ধর্মীয় মুল্যবোধ
আমার এই কলিকালের আবির্ভাবের
কর্তব্যটুকু কেমনে করিবো শোধ।
মানুষে মানুষে চলছে হানাহানি আর ধর্মীয় লড়াই।
ভারত বলে মুসলিম খেদাও আর বাংলায় নেই হিন্দুর ঠাই।
তাই তো আমি দেবকুল ছেড়ে হয়েছি এ যুগের মানব
চারিদিকের অবস্থায় শীঘ্রই হইবো আমি মানুষরুপী দানব।
হাতে নেব অস্ত্র তুলে মারবো অত্যাচারীর দল
নিজহাতে আমি তুলিয়া লইবো আমার কর্মের ফল।