ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
শুক্রবার (২৫ মে) বিকেলে ‘জামালপুর ইউনিয়ন বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ব্যানারে’ অনুষ্ঠিত বিক্ষোভ প্রদর্শণের সময় তারা কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনের কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি চন্দন ও জয়পুরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট হেনা কবিরকে অবাঞ্চিত ঘোষণা করে অতি দ্রুত এই কমিটি বাতিলের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুস সালাম মন্ডল, সহ-সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসলাম হোসেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম শুকুন, জয়পুরহাট জেলা মহিলা দলের সদস্য রুবিনা খাতুন, ইউপি সদস্য বদিউজ্জামান, ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য মুক্তার হোসেন, সাবেক সদস্য মুকুল হোসেন, ওয়ার্ড বিএনপি’র সাবেক সদস্য আব্দুল হাকিম, ২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক সাকিউল ইসলাম প্রমূখ।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৮ মে জামালপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কিন্তু এই কমিটি থেকে দলের ত্যাগী নেতাদের বাদ দেয়া হয়েছে। ওবায়দুর রহমান চন্দন ও আওয়ামীলীগের দালাল অ্যাডভোকেট হেনা কবির জোগসাজশ করে অর্থের বিনিয়মে এ পকেট কমিটি করেছেন। অবিলম্বে এ পকেট কমিটি বাতিল করে ত্যাগীদের সমন্বয়ে নতুন কমিটি করার আহবান জানান তারা।