রাজারহাট প্রতিনিধিঃ
রাজারহাটে নয় রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি,একটি ম্যাগাজিন,একটি চার্জার গার্ড, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ।
পুলিশ জানায়,রবিবার দিবাগত রাতে এসআই শরিফুল ইসলাম,
এসআই জহুরুল ইসলাম এএসআই রাফিউল আমিন সহ পুলিশের একটি টিম টহলরত অবস্থায় রাজারহাট-তিস্তা সড়কের অদীতি সুধী কানন ফিলিং স্টেশনের সন্নিকটে রাস্তার ধারে সন্দেহ জনক কিছু পরে থাকতে দেখেন টহল পার্টি । এসময় তারা যাচাই করে দেখেন,এরমধ্যে নয় রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, একটি ম্যাগাজিন ও একটি চার্জার গার্ড রয়েছে।
রাজারহাট থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমার উপস্থিতিতে উদ্ধারকৃত জিনিসগুলো জব্দ করা হয়েছে। এবিষয়ে রাজারহাট থানায় একটি জিডি করা হয়েছে বলে জানান।