এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কর্মসূচী বাস্তবায়নে দিনাজপুরের খানসামায় সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
সোমবার (৩০ মে) বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিচালিত প্রশিক্ষণটি সম্পন্ন হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও রাশিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাগণ ও প্রশিক্ষণার্থীগণ।