সহিজল ইসলাম সজল,রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, উদ্ধুদ্ধকরণ ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজীবপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩১মে ) সকালে উপজেলা প্রশাসন, বিভিন্ন বেসরকারি সংস্থার আয়োজনে উপজেলা পরিষদের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক ও শহর প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাগণ।
পরে রাজীবপুর উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর ফারুকী ও সদর ইউপি চেয়ারম্যান মিরন মো. ইলিয়াস প্রমুখ।
এ সময় বক্তারা কিশোর ও যুব সমাজকে তামাকজাতে কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি টোবাকো কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও সব প্রকার তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোরদাবী জানায়।