ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে গোল কাঠ আটক করেছে শ্রীমঙ্গল বিজিবি। গতকাল ১২ সেপ্টেম্বর সোমবার আনুমানিক সন্ধা সাড়ে ৬টার দিকে ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র অধীনস্থ আলীনগর বিওপি’র সুবেদার কাজী আব্দুল গণি এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে কুলাউড়া উপজেলার পৃৃথ্বিমপাশা গ্রাম থেকে ৩৮ ঘনফুট আকাশমনি গোল কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত গোল কাঠের সিজার মূল্য ২ লাখ ৬৬ হাজার টাকা- যা মুড়ইছড়া বনবিভাগ অফিসে জমা দেয়া হয়েছে।