লুৎফুর রহমান রাকিব চৌধুরী চৌদ্দগ্রাম(কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পুলিশিংয়ের জোয়ারে।পুলিশ-জনতায় দুয়ারে। এ প্রতিপাদ্যক আলকরায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আলকরা ইউপি নির্বাচন উপলক্ষে পদুয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ও চৌদ্দগ্রাম নাঙ্গলকোট সার্কেল জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন। আলকরা বিট পুলিশের অফিসার মনির হোসেনের। সভাপতিত্বে ও থানার এসআই মেহেদী হাসানের সঞ্চালনায়।এই সময়ে উপস্থিত ছিলেন পুদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল কুমার। আলকরা ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম ফারুক হোসেন হেলাল। স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন ভুইয়া। জহির উদ্দিন রাসেলসহ অন্যান্য চেয়ারম্যান প্রার্থীগন। এসময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।