উলিপুর প্রতিনিধিঃ
উলিপুরে পারিবারিক কলহের জেরে শাহেরা বেগম (৩৫) নামে তিন সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার দুর্গম ব্রহ্মপুত্র নদের বাবুর চর এলাকায় ঘটনাটি ঘটেছে।
হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম আবুল হোসেন জানান, উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ বেষ্টিত জলন্ধারকুটির বাসিন্দা মহুবর আলী নদী ভাঙনের পর বসতবাড়ি সড়িয়ে পার্শ্ববর্তী হাতিয়া ইউনিয়নের বাবুরচর এলাকায় বসতি স্থাপন করেন। জমিজমা ভিটেমাটি হারিয়ে প্রান্তিক অবস্থায় পৌঁছানো মহুবরের পরিবারে অশান্তি লেগেই থাকতো।
এর ফলে শাহেরা ও মহুবরের মধ্যে প্রায়ই বাক-বিতন্ডা ও মনোমালিন্যের ঘটনা ঘটতো। এর জেরে শনিবার সকালে সকালের অগোচরে ঘরের মাচার উপর আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শাহেরা বেগম।
নিহত শাহেরা বেগমের সংসারে নাবালক তিন সন্তান রয়েছে বলেও জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।