mail-google

শৈলকুপা প্রতিনিধি :
শৈলকুপা প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্য-নির্বাহী কমিটির সাথে সৌজণ্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ। সৌজণ্য সাক্ষাতকালে ফুল দিয়ে নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয়। বুধবার সন্ধ্যায় শৈলকুপা চৌরাস্তার মোড়ে অবস্থিত শৈলকুপা প্রেসক্লাব কার্যালয়ে এ সৌজণ্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্র্র্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান মোস্তাক, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী আলম তম, রাকিবুল ইসলাম রাকিব, মহানগর (দক্ষিন) ছাত্রলীগের সহ-সভাপতি টুটুল হোসেন, শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, সাধারণ সম্পাদক শাওন শিকদার, পৌর ছাত্রলীগের সভাপতি মহিদুল ইসলাম মন্নু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ শাখার সভাপতি মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সজল হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ হোসেনসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শৈলকুপা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এম হাসান মুসা, সাধারণ সম্পাদক শামীম বিন সাত্তার, যুগ্ম সম্পাদক শেখ মোঃ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুমন, অর্থ সম্পাদক মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক এইচ.এম ইমরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ,এস,এম আলীমুজ্জামান, নির্বাহী সদস্য আলমগীর অরণ্য ও বাংলা নিউজের ঝিনাইদহ প্রতিনিধি রবিউল ইসলাম রবিসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *