জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম জেলার সাহসী সন্তান ,মহান মুক্তিযুদ্ধের সংগঠক, মুক্তাঞ্চল ফুলবাড়ীর রূপকার মোঃ বদরুজ্জামান মিয়া,বীরপ্রতীক এঁর ১০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বরিবার বিকেলে গুণীজন সংবর্ধনা স্মৃতি সংরক্ষণ পরিষদ ফুলবাড়ী কুড়িগ্রামের আয়োজনে ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) হল রুমে আলোচনা সভা ও স্মারক প্রদান অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস, ফুলবাড়ী থানা স্বাধীনতা সংগ্রাম পরিষদের দপ্তর সম্পাদক আমিরুল মিয়াউপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবদুল হাই, ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত নুরুল হুদা মিয়া দুলাল, ফুলবাড়ীর কৃতি সন্তান চক্ষু বিশেষজ্ঞ ডা: দেলোয়ার হোসেন দুলাল, বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ডাক্তার ছদরুজ্জামান সরকার, গুণীজন সংবর্ধনা স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সহ আরো অনেকে। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযুদ্ধা সুধীজন,গণ্যমান্য ব্যক্তিগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশিষ্ট শিক্ষাবিদ ও ফুলবাড়ী উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠিতা প্রধান শিক্ষক নজিরুজ্জামান মিঞাকে শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার জন্য সম্মাননা স্মারক ও বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কেএম ইছহাক আলীকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন