ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি,
প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস।
এ উপলক্ষে রোববার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী প্রমূখ।
বক্তারা বলেন, পরিবেশ দুষনের হাত থেকে বাঁচতে বৃক্ষ রোপন, বজর্য সংশোধনাগার স্থাপন, নিয়ন্ত্রিত যান্ত্রিক ব্যবহারসহ সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ সকলকে ঐক্যবদ্ধ ভাবে সতর্ক জীবন-যাপন করতে হবে।