আব্দুল সাত্তার চট্টগ্রাম
ঐতিহাসিক বন্ধুত্ব্বের বন্ধনের উপর ভিওি করে রাশিয়া ও বাংলাদেশের মধ্য বন্ধুত্বপূর্ণ এবং পারস্পারিক সম্মানের সম্পর্ক গড়ে উঠেছ ।চট্টগ্রামের সাথে রাশিয়ার গভীর এবং তাৎপর্যপূর্ন সম্পর্ক রয়েছে রাশিয়া এবং বাংলাদেশ বেশ কয়েকটি যৌথ অর্থনৈতিক প্রকল্পের কাজ করছে ।এ দুই দেশের মধ্যে রাজনীতি ,সংস্কৃতি এবং শিক্ষাগত সহযোগিতা ক্রমস বাড়ছে।গতকাল নগরীর জাতীয় দিবস উপলক্ষে হোটেল আগ্রাবাদে ” রাশিয়ার জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন ।অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও রাশিয়ার জাতীয় সংগীত পরিবেশনা করা হয়।এরপর রাশিয়ার উপর একটি ভিডিও চিএ প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাশিয়াব ফেডারেশন চট্টগ্রামের অনারারি কনসাল ও চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের বোর্ড সদস্য স্হপতি আশিক ইমরান।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেস্তিয়েভি।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ,খাদিজাতুল আনোয়ার সনি এমপি,ভারতীয় সহকারী হাইকমিশনার ডা,রাজীব রন্জন,সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন,সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ,সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম,দক্ষিন আফ্রিকার অনারারি কনসাল জাপা নেতা সোলোয়মান আলম শেঠ,দি পূর্বকোন লিমিটেড এর চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী ,নিরাপওা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত মেজর মো,এমদাদুল ইসলাম ,সিডিএ’র বোর্ড সদস্য জিনাত সোহানা চৌধুরী ,মো,ফারুক ,মুনির উদ্দিন,এলিট ক্লাবের চেয়ারম্যান আমান উল্লাহ ছগির ছট্টু সহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন