রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আজ ১২ জুন (রবিবার) বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করছে। বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে দিবসটি পালন করেছে।

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিশুর সার্বিক কল্যাণ নিশ্চিত করে তাদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। আর সেজন্যই শিশুশ্রম নির্মূল করে বাধ্যতামূলক শিক্ষা প্রদানের মাধ্যমে শিশুর যথাযথ বিকাশ নিশ্চিত করতে হবে। তাই শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে যথাযথ কর্মসূচি গ্রহণ করার এখনই সময়। সরকার এসডিজি বাস্তবায়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং ২০২৫ সালের মধ্যে দেশকে সকল ধরনের শিশুশ্রম হতে মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

সারাদেশের নেয় রাজীবপুরেও দিবসটি পালন করেছে রাজীবপুর উপজেলা সমাজসেবা অফিস।দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন,রাজীবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন হিরো,উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান সাদিক মাহমুদ,সিএসপিবি (সমাজকর্মী) মোঃ ফরহাদ হোসেন,রবিউল ইসলাম প্রমুখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন