বিনোদন ডেস্ক: অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই রোমান্টিক ইমেজ নিয়ে অভিনয় করে যাচ্ছেন ফেরদৌস। তার অভিনীত বেশ কিছু সিনেমা তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছে।
যে কারণে এখনো তিনি সেই ধরনের গল্পেই বেশি অভিনয় করছেন। তবে সম্প্রতি একটি ফোক ঘরানার সিনেমায় অভিনয় করছেন তিনি।
দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় এটির নাম ‘সুজন মাঝি’। গাজীপুরের পূবাইলের গ্রামীণ লোকেশনে নাটকটির শুটিং চলছে। ফেরদৌস এতে একজন মাঝির চরিত্রে অভিনয় করছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ঝন্টু স্যার একজন খ্যাতিমান নির্মাতা। তার হাত দিয়ে অনেক জনপ্রিয় সিনেমা তৈরি হয়েছে। তিনি একজন শ্রদ্ধেয় মানুষ। তার পরিচালনায় অভিনয়ের সুযোগ পেয়েছি। এটি আমার অভিনয় ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে।
সম্ভবত সিনেমাটি খুব দ্রুতই মুক্তি পাবে। কারণ আমরা একটানা শুটিং করে কাজ শেষ করছি। আশা করি এটি দর্শকের ভালো লাগবে।
এদিকে একগুচ্ছ নতুন সিনেমার কাজ হাতে রয়েছে এই চিত্রনায়কের। এর মধ্যে বেশিরভাগই হলো সরকারি অনুদানে নির্মিত।