রতি কান্ত রায় কুড়িগ্রাম
গত ১৮ জুন ২০২২ শনিবার সন্ধ্যা ৭:০০ টায় রাজারহাটের রুশো চৌধুরী বিএনপি যুবদলে যোগদান। জেলার দাদামোড়, দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

রাজারহাট উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন চৌধুরীর ভাতিজা ও রাজারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামায়েত হোসেন খোকনের একমাত্র ছেলে রুশো চৌধুরী বিএনপি-তে যোগদান করায় দলটি নতুন মাত্রা পেয়েছে বলে ধারনা করছেন স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় রুশো চৌধুরীর পিতা জামায়েত হোসেন খোকন চৌধুরীর উপস্থিতিতে জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক রজব আলীকে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে যুবদলে যোগদান করেন।

উক্ত যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস আহবায়ক রাজারহাট উপজেলা যুবদল, যুগ্ম আহবায়ক নয়ন আলী ও ওয়াজেদ আলী, আতিকুল ইসলাম আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাজিমখান ইউনিয়ন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। যোগদান শেষে রুশো চৌধুরীর আয়োজনে দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য রাজারহাট উপজেলা দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে পালিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন