কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে চিলমারীতে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। এতে উপজেলার ৬ টি ইউনিয়নের প্রায় ৭০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা কবলিতদের মাঝে শুকনা খাবার,বিশুদ্ধ পানি আর সংকট দেখা দিয়েছে। এছাড়াও বানভাসীদের মধ্যে পানিবাহিত চর্ম,ডায়রিয়া,জ্বর দেখা দিয়েছে।
থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন বলেন, আমার ইউনিয়নে ৬ হাজার মানুষ পানি বন্দি হয়েছে। এখনো কোন ত্রান পাইনি আজ উপজেলা প্রশাসন ত্রানের বিভাজন করবেন। করলে তা বিতরন করা হবে। এবিষয়ে উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার ৬টি ইউনিয়নে চাল ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। আর এর আগে ইতিমধ্যে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যহত রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপূত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৫৭ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।