কুড়িগ্রাম প্রতিনিধি :
যুবদের নেতৃত্বে নীতিনির্ধারকদের সাথে এ্যাডভোকেসি এবং ক্যাম্পেইন পরিচালনার জন্য ইয়ুথ হাব – ফুলবাড়ীতে ২১ ও ২২ জুন দুই দিনব্যাপী একটি স্টেপডাউন ট্রেইনিং আয়োজিত হয়েছে। এই স্টেপ ডাউন ট্রেইনিংয়ে ফুলবাড়ী উপজেলার ২৫ জন এ্যাক্টিভিস্টা অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিলো এ্যাডভোকেসি ও ক্যাম্পেইনের বিষয়ে যুবদের দক্ষতা বৃদ্ধি করে এলাকার সুবিধা বঞ্চিত পিছিয়ে পরা জনগোষ্ঠীর নায্য অধিকার আদায়ে কিভাবে কাজ করা যায় এই বিষয়ে যুবদের প্রশিক্ষিত করা।
ট্রেইনিংয়ের দ্বিতীয় দিনে ফুলবাড়ী উপজেলার যুব উন্নয়ন অফিসার মোঃ শাহজাহান ট্রেইনিং পরিদর্শনে আসেন এবং সেখানে যুবদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের দেয়া বিভিন্ন ট্রেইনিং সম্পর্কে যুবদের অবগত করেন এবং এই ট্রেইনিংগুলোর প্রাপ্তি নিশ্চিতে তার সহায়তার আশ্বাস দেন। প্রশিক্ষণ শেষে যুবরা নিজেদের এলাকার সমস্যাকে চিহৃিত করে দুইটি একশন প্লান তৈরি করে যা নিয়ে তারা আগামিতে কাজ করবে।