এ,কে,এমন হাসানুজ্জামান-এশিয়ান বাংলা নিউজঃ
রৌমারীতে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) কুড়িগ্রামের উদ্যোগে দাঁত ভাঙ্গা ইউনিয়নের বিভিন্ন চরে বাড়ি নদীগর্ভে বিলীন হওয়া বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
গত ২৩ তারিখ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের বন্যা কবলিত এলাকায় কয়েকটি ঘর বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার ১০ দিন গত হয়ে গেলেও এখনও কোন প্রকার ত্রাণ পৌঁছেনি শীরোনামে এশিয়ান বাংলা নিউজ এ প্রকাশ হওয়ার পর কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও সভানেত্রী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর নজরে আসলে দ্রুত ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়ান তিনি।
পুলিশ সুপারের নির্দেশ মতে রৌমারী থানার ওসি মোনতাসির বিল্লাহ নিজে উপস্থিত হয়ে দাঁত ভাঙ্গা ইউনিয়নের নদী ভাঙ্গা ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে শুকনো খাবার(চিড়া,গুড়,মুড়ি,বিস্কুট), তেল,চিনি,পানি বিশুদ্ধকরণট্যাবলেট, সাবান, মোমবাতি, লাইটার্স, বিতরণ করেন এবং বন্যার্তদের খোঁজখবর নেন, এবং ওসি বলেন, পুলিশ সবসময় বন্যার্তদের পাশে আছে এবং থাকবে।
এসময় ওসি রৌমারীর সাথে উপস্থিত ছিলেন , এস আই আনছের আলী সহ পুলিশের অন্যান্য সদস্য বৃন্দ,স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।বন্যার্তরা কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এর এই মানবিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।