আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসানের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার সকালে দাদামোড়স্থ জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিল বের হয় ও পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ,জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল,সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহেল রানা,কুড়িগ্রাম সরকারী কলেজ ছাত্রদল আহবায়ক আকাশ সহ ছাত্রদল নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি,উপজেলা বিএনপি,পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন গত ২৩ জুন রাতে জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান বাড়ী ফেরার পথে সরকারদলীয় সন্ত্রাসীরা তার উপর যেভাবে বর্বরোচিত হামলা করেছে তার নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দাবি করেন।